বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ির আমতলির গরীব কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কাটা উৎসবে অংশ নিয়ে কৃষকের ধান কেটে দেন তারা।
রোববার সকাল থেকে নেতৃবৃন্দ বিকাল পর্যন্ত ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হাট ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা ইউনুস আলী, প্রিন্স, মেহেদী হাসান রবিন, আহসান হাবীব বাঁধন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ধান কাটেন। প্রায় তিন বিঘা জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছিয়ে দেন।
স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক জানান, বিগত দিনে করোনাকালেও গরীব কৃষকের ধান কেটেছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিক ও শ্রমিক মজুরির জন্য যে সব এলাকায় ধান কাটতে সমস্যা হবে আমরা সেখানে সহযোগিতা করবো। কৃষক যাতে জমির সোনার ফসল সহজেই ঘরে তুলতে পারে এজন্য নেতাকর্মীরা সারাদেশে কাজ করছে।
বগুড়ার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকলীগসহ বঙ্গবন্ধুর সৈনিকরা কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় বর্তমান তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে। সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।