বগুড়ায় পৃথক চারটি মামলায় ৯০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সুপারের বাংলো, শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং মহাসড়ক এলাকায় গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পৃথক চারটি মামলায় তাদেরকে আসামি করা হয়। এছাড়াও এই মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার বগুড়া সদর থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফকার করতে পারেনি পুলিশ।
অপরদিকে এদিন মধ্যরাতে শহরের দ্বিতীয় বাইপাস মহাসড়কে জয় বাংলা এলাকায় ট্রাকে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় মামলা করেছেন উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন। এতে ৩৮ জন নামীয় এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। এসব মামলায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।