বগুড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

0

বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী, আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, অ্যাড. ইলিয়াস উদ্দিন মিন্টু, শ, ম হাফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আবু সাইদ, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে দেশ-জাতির মঙ্গল কামনাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম ফারুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here