বগুড়ায় ঈদ উপলক্ষে যানজট নিরসনে মাঠে নেমেছে জেলা প্রশাসন

0

ঈদ-উল আজহায় মহাসড়কে কোনো যানজট থাকবে না বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বগুড়া অঞ্চলের মহাসড়কে যানজট নিরসনে মাঠে নেমেছেন। তিনি  বলেছেন, আসন্ন ঈদে মহাসড়কে যেন কোন রকম যানজট সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের পাশাপাশি ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মহাসড়ক সংলগ্ন হাট-বাজারগুলোতে কোরবানির পশুবোঝাই ট্রাক মহাসড়কের ওপর থামানো যাবে না। বৃহস্পতিবার দিনব্যাপী বগুড়ার মোকাতমলা থেকে শেরপুরের সীমাবাড়ী পর্যন্ত ৬৫ কিলোমিটার নির্মাণাধীন ছয় লেন মহাসড়ক পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here