বগুড়ায় মুসুল্লিরা নির্বিঘ্নে যেন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন সে লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও আয়োজক কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম। বুধবার বেলা ১২টার দিকে শহরের সুত্রাপুরে এ মাঠ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, আয়োজক কমিটির সদস্য সচিব টি জামান নিকেতা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আলহাজ শেখ, সাইরুল ইসলাম প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এটি বগুড়ার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বগুড়ার সর্বস্তরের জনগণ এখানে নামাজ আদায় করবেন। সর্বোচ্চ সংখ্যক মুসুল্লিরা এ মাঠে অংশ নেবেন। সকলের সমন্বয়ে এ মাঠ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে ভেদাভেদ ভুলে ধনি-গরিব সকলে মিলে ঈদের জামাতে অংশ নেবেন।
বৃহস্পতিবার বগুড়ার সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ৮টায় বগুড়া জিলা স্কুল মাঠে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঈদের জামাত, সকাল ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ও জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৬টায়। সুলতানগঞ্জ পাড়া ঈদগাহে (সত্যপীরতলা) ঈদগাহে সকাল ৮টায়, আলামিয়া তলা ঈদগাহে সকাল ৮টা, বৃন্দাবনপাড়া ঈদগাহে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়, মালতীনগর কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিটে, ধাওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে সকাল ৮টায়, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে দুটি জামাত হবে, প্রথম জামাত হবে সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত হবে সকাল ৯টায়। নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে।