বগুড়ায় আসক ফাউন্ডেশনের আলোচনা ও পরিচিতি সভা

0
বগুড়ায় আসক ফাউন্ডেশনের আলোচনা ও পরিচিতি সভা

বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা কমিটির আয়োজনে সাবগ্রাম চারমাথা স্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংস্থার সদর উপজেলার সাধারণ সম্পাদক মুকুল মিয়ার পরিচালনা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি শেখ মোহাম্মদ রেজাউর রহমান মিন্টু। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কাশিয়াডাঈা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশন আইন সহায়তা ও স্বাস্থ্যসুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শারমিন রহমান, ভাইস চেয়ারম্যান নুর আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোলাম জালাল রাহেল, ফিরোজ আহমেদ, বাধন আলী, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হক, আসক ফাউন্ডেশন বগুড়া জেলা কমিটি সাধারণ সম্পাদক আখেরুল ইসলাম রাঙ্গা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তদন্ত বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ প্রমুখ। 

সভায় মনোমুগ্ধকর গান পরিবেশন করেন মো. হারুন। সভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন বগুড়া সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here