বগুড়ায় মিলন হোসেন (৩৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে শহরের ঝোপগাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে মিলন হোসেন ঝোপগাড়ি এলাকায় যান। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা তার হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিলন হোসেনের ওপর হামলা করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।