বগুড়ার শেরপুরে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মহিপুর খেলার মাঠে গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মন্ডল, আহসান হাবিব আম্বীয়া, অ্যাডভোকেট আজমী আরা পারভীন শান্ত্বনা, সোলায়মান আলী, আনোয়ার হোসেন ঠান্ডু, আব্দুল মান্নান, মোকাব্বর হোসেন, আব্দুস সালাম, মতিউর রহমান মতি, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, ছাত্রলীগের নেতা হুমায়ুন কবির ড্যানি ও সাদায়েত জামান নিহাল প্রমুখ।