বগুড়ায় অসুস্থ বিএনপি নেতাদের খোঁজখবর নিলেন ভিপি সাইফুল

0

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। 

বুধবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমে) চিকিৎসাধীন অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজ নেন তিনি। 

চিকিৎসাধীন অসুস্থ নেতাকর্মীরা হলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রায়হান নবী বাদশা, জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার মো. আজফারুল হাবিব রোজ, জেলা বিএনপির সাবেক ধর্মীয় সম্পাদক ফজলে রাব্বি তোহা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আতিকুজ্জামান সজীবের মা ও সাবেক যুবদল কর্মী মিল্লাতের মা। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শারীফ মিঠু, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবদলের সাবেক সভাপতি আতিকুজ্জামান সজীব, শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পলাশ, আনোয়ার সাদাত সোহাগ, সোহেল রানা সুমন, আতিকুল হোসেন বিপুল, নুর মোহাম্মদ রাঙ্গা, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পুটু, শাকিল, মামুন, ছাত্রনেতা শোয়েব ইসলাম অভি ও অরিফিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here