বগুড়ায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হিরো আলমের

0

বগুড়ার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গরীব, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন হিরো আলম। আশরাফুল আলম ওরফে হিরো আলম কয়েকদিন থেকে ঈদ সামগ্রী বিতরণ করে গেলেও বৃহস্পতিবার বিকালে তিনি বগুড়া শহরের কালিতলা, দত্তবাড়ি, কাটনারপাড়া, সাতমাথা, স্টেশন, চেলোপাড়া এলাকাসহ কয়েকটি স্থানে ঈদ সামগ্রী বিতরণ করেন। তার ঈদ সামগ্রীর মধ্যে ছিলো বগুড়ার বিখ্যাত লাচ্ছা সেমাই, সাদা সেমাই, চিনি, শাড়ি ও লুঙ্গি।তার নির্বাচনী এলাকা জেলার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় শিশুদের তিনি জামা কাপড় দিয়েছেন।

বৃহস্পতিবার ঈদ সামগ্রী বিতরণকালে হিরো আলম হলুদ রঙের পাজাবি, মেরুন রঙের কোটি, মাথায় টুপি পড়া ছিল। ঈদ সামগ্রী নিয়ে বিভিন্ন বাজারের অভাবি মানুষের হাতে তুলে দিয়ে বলেন, পরিবার নিয়ে একবেলা খাবেন। ঈদের আনন্দ করবেন। আর পারলে হিরো আলম এর জন্য দোয়া করবেন। যেন হিরো আলম মানুষের পাশে সবসময় থাকতে পারে। আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা ছাড়া কিছু চাইতে আসিনি। চেয়েছি শুধু ভালোবাসা ও দোয়া। সেটি করে যাবেন।

হিলো আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জন্মসূত্রে বগুড়ার বাসিন্দা আমি। কথা বলার সময় আঞ্চলিকতা চলে আসে। এছাড়া আমার উচ্চারণেও সমস্যা আছে। সবাই বলে হিরো আলম এর শিক্ষা নেই। হিরো আলম সবকিছু পরিবর্তন করতে পারে। এটিও পারবে। সে জন্য নিজেকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি। আর এর পাশাপাশি আমি বাংলা এবং ইংরেজিও শিখছি। আমার কথা নিয়ে যেহেতু মানুষের এত প্রবলেম, সেটাই আগে ঠিক করব। তখন রুচিশীল হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here