বগুড়ায় অভিযানে পলিথিন জব্দ, তিনজনের কারাদণ্ড

0
বগুড়ায় অভিযানে পলিথিন জব্দ, তিনজনের কারাদণ্ড

বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র‌্যাব) এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত ২৬ হাজার কেজি পলিথিন জব্দের ঘটনায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের কালীতলা এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম অভিয়ানের নেতৃত্বে দেন। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত দুদু মণ্ডলের ছেলে মো. হেলালুজ্জামান (৪৫), নাটাইপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) এবং গোকুল এলাকার মো. বাদলের ছেলে মো. জাকারিয়া (২২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সকালে শহরের কালিতলা এলাকায় একটি গোডাউনে অভিযান চালায়। অভিযানে গোডাউন এবং ট্রাকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন দেখতে পান তারা। গোডাউনের ম্যানেজার মো. হেলালুজ্জামানসহ আটক তিনজনই জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। 

অভিযানে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, সহকারী পুলিশ সুপার মমিনুর রহমান ও পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রির দায়ে গোডাউনের ম্যানেজার মো. হেলালুজ্জামানকে ২ লাখ টাকা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার সহযোগি মো. রফিকুল ইসলামকে এক মাস এবং মো. জাকারিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here