নেত্রকোনার বারহাট্টায় বখাটের দায়ের কোপে আহত মুক্তারানী বর্মণ নামে দশম শ্রেণির স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের বাড়ির সমানেই এ ঘটনা ঘটলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে বিকালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা।
মুক্তা রানী বর্মণ ওই গ্রামের কীর্ত্তণ বর্মণের মেয়ে। সে প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক সুরজিত ভৌমিক জানান, ওই এলাকার শামছুর রহমানের ছেলে বখাটে কাওসার দুপুরে মুক্তার পথরোধ করে। পরে তার সহযোগিদের নিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে। এতে রক্তাক্ত অবস্থায় মুক্তাকে স্থানীয় বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ময়মনসিংহে পাঠায়। সেখানে নিয়ে গেলেই মেয়েটি মারা যায়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান বেসরকারী সংগঠনটির ব্যবস্থাপকসহ সকল কর্মীরা।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আসামি ধরার চেষ্টা করছে।