বক্সিং ম্যাচে আহতের এক সপ্তাহ পর জন কুনির মৃত্যু

0

বক্সিং ম্যাচে আহত আয়ারল্যান্ডের বক্সার জন কুনি এক সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তার ম্যানেজার মার্ক ডানলপ শনিবার (৮ ফেব্রুয়ারি) এই খবর নিশ্চিত করেছেন। 

গত সপ্তাহে বেলফাস্টে একটি বক্সিং ম্যাচে অংশ নেওয়ার সময় তিনি গুরুতর আহত হন। 

গত শনিবার ২৮ বছর বয়সী কুনি বেলফাস্টের আলস্টার হলে নাথান হাওয়েলের সঙ্গে লড়াই করেন, যা নবম রাউন্ডে গিয়ে স্থগিত করা হয়। রিংয়ের মধ্যে গুরুতর আঘাত পাওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার মস্তিস্কে রক্তক্ষরণ ধরা পড়ে এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। গত সোমবার জানা যায় যে তিনি আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। 

২০২৩ সালের নভেম্বরে ডাবলিনে লিয়াম গায়নোরের বিরুদ্ধে জয় লাভ করে সেলটিক সুপার-ফেওয়েদার টাইটেল জিতেছিলেন কুনি। তবে হাতে আঘাত পেয়ে এক বছর বক্সিং থেকে দূরে ছিলেন তিনি। পরবর্তীতে গত বছরের অক্টোবরে টাম্পেলা মাহারুসির বিরুদ্ধে জয়লাভ করে আবার রিংয়ে ফিরে আসেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে বক্সিংয়ে ফিরে এসে মাত্র ২৮ বছর বয়সে তার জীবন হারাতে হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here