বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লার একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বেলাশ্বর এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শ্রমিকরা। অবরোধের সময় মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা। এখন যানজট নেই। তবে সামান্য ধীরগতি আছে।