বইমেলায় সুজন সুপান্থর ‘নীল সার্কাসের ঘোড়া’

0

অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে সুজন সুপান্থ’র মুক্তগদ্যের বই ‘নীল সার্কাসের ঘোড়া’। বইটি প্রকাশ করেছে স্বপ্ন’৭১ প্রকাশন।

বইমেলায় উদ্বোধনের দিন থেকেই বইটি স্বপ্ন’৭১–এর স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলায় স্টল নম্বর ১৯০। একই স্টলে পাওয়া যাচ্ছে লেখকের আরেকটি মুক্তগদ্যের বই ‘মেঘের ভেতর মীন’।

এর আগে, ২০২০ সালে ‘মেঘের ভেতর মীন’ নামে সুজন সুপান্থ’র প্রথম মুক্তগদ্যের বই প্রকাশ হয়। ২০১৩ সালে তার প্রথম কবিতার বই ‘বুকের ভেতর বাবুই–বাসা’; ২০১৪ সালে ‘পাখিদের রাশিফল’ও ২০১৮ সালে ‘বিষণ্ণ জোকারের হাসি’ নামে তিনটি বই প্রকাশ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here