অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’। বইটি প্রকাশ করেছে দূরবীণ প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
রায়হান আহমেদ তামীম বলেন, ‘আমার লেখালেখির শুরু শৈশবে থেকে। গত কয়েকবছর বিভিন্ন পত্রিকা ও পোর্টালে আমার বেশ কিছু কবিতা ছাপা হয়। সেইসব কবিতা থেকে কিছু কবিতা যাচাই-বাছাই করে সংযোজন-বিয়োজনের পর বইয়ের জন্য পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।’
উল্লেখ্য, রায়হান আহমেদ তামীম একাধারে ছড়াকার, কবি ও ফিচার লেখক। তিনি ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম সেরা ছড়াকার পুরষ্কার ২০২৩’ এবং ‘সেরা প্রতিবেদক সম্মাননা ২০২৪’ অর্জন করেছেন।