বইমেলায় পাওয়া যাচ্ছে ‘বালিকার বুকের ঘ্রাণ’ উপন্যাস

0

কথাসাহিত্যি ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর সম্পূর্ণ প্রেমের উপন্যাস ‘বালিকার বুকের ঘ্রাণ’ এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলা ২০২৪ এর পঞ্চম দিন মেলায় এনেছে সময় প্রকাশন। বইমেলায় সময় প্যাভিলিয়ন নাম্বার ৩০। বইটির দৃষ্টিনন্দন কভার করেছেন লেখক নিজেই। 

১২৫ পৃষ্ঠার এই বইটির বিক্রয় মূল্য ৩০০ টাকা। তবে বইমেলায় বিশেষ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে। 
‘বালিকার বুকের ঘ্রাণ’ শিব্বীর আহমেদ এর ৩৮তম বই। এর আগে বইমেলা ২০২৪ এ অনন্যা প্রকাশ করেছে থ্রিলার ‘হিরোসমগ্র’, সম্পাদিত বই ‘সজীব ওয়াজেদ জয়বার্তা’ এবং শিশু-কিশোর গল্পের বই ‘ধামী করবে বিয়ে’। বইমেলায় নালন্দা প্রকাশ করেছে সাইকো থ্রিলার ‘সাইকো সিরাজ’। এখানে উল্লেখ্য শিব্বীর আহমেদ এর ৩৬টি বই বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে এবং ২টি বই নিউইয়র্ক আর্ন্তজাতিক বাংলা বইমেলায় প্রকাশিত হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here