বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রেয়ী দেবীর দু’টি বই

0

অমর একুশে বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রেয়ী দেবীর দু’টি বই প্রকাশিত হয়েছে। দোয়েল পাবলিশার লিমিটেড বই দু’টো প্রকাশ করেছে। বইমেলায় এই দু’টি বই পাওয়া যাবে দোয়েল পাবলিশার লিমিটেডের ৪৪৫/৪৪৬/৪৪৭ নম্বর স্টলে। 

লেখকের বই দু’টির মধ্যে প্রথমটি- ‘তারার মেলা’ এ প্রজন্মের সোনামণিদের জন্য লেখা ছড়াগান। বিশেষ শিশুদের নিয়ে লেখা ও দিদিমণির আসর এক বিভিন্ন অনুষ্ঠানে শিশুদের অনুভূতি নিয়ে লেখা। দ্বিতীয়টি- ‘জন্মভূমি প্রিয়জন’।

এ বছর বইমেলায় প্রকাশিত বই দু’টি সম্পর্কে তিনি বলেন, ‘তারার মেলা’ সোনামণিদের জন্য লেখা ছড়া গান। আর ‘জন্মভূমি প্রিয়জন’ দেশের প্রিয় মানুষদের নিয়ে কিছু লেখা।’

প্রসঙ্গত, মৈত্রেয়ী দেবী বর্তমানে কানাডার টরেন্টো প্রবাসী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here