বইমেলায় ‘কবিতার কাছে সবারই আসতে হয়’

0

বইমেলায় প্রকাশিত হয়েছে স্যামুয়েল হকের কবিতার বই ‘কবিতার কাছে সবারই আসতে হয়’। গতকাল মঙ্গলবার বইটি প্রকাশ করছে জি-সিরিজ প্রকাশনী, যা পাওয়া যাবে বাতিঘর প্রকাশনীর স্টলে।। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। বইটিতে ৩৪টি কবিতা রয়েছে। 

বইটির প্রত্যেকটি কবিতা সহজ ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। তার সবগুলো কবিতায় ফুটে উঠেছে জীবন-জগতের ভাববিন্যাস। কবি অন্তর খুঁড়ে যে অনুভূতি প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে লালিত্য।

বইটি সম্পর্কে স্যামুয়েল হক বলেন, কবিতার এ বইটি মানব বোধকেও জাগ্রত করবে। তার কারণ এই গ্রন্থে শব্দের ভেতর আশ্রয় নিয়ে আছে সময়, ইতিহাস ও রহস্যের সাবলীল উচ্চারণ।

উল্লেখ্য, পাঠকদের সমৃদ্ধ করতেই প্রকাশিত হলো লেখক স্যামুয়েল হকের চতুর্থ প্রকাশনা ‘কবিতার কাছে সবারই আসতে হয়’। এর আগে প্রকাশিত হয়েছিল ‘স্যামুয়েলের ডায়েরি’, ‘কবিতায় স্যামুয়েল’ ও গবেষণাধর্মী বই ‘প্রণয়’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here