ফ্ল্যাট থেকে ভারতীয় র‍্যাপারের মরদেহ উদ্ধার

0

ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ভারতীয় র‍্যাপার অভিনব সিংয়ের মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী এ র‌্যাপারের লাশ উদ্ধার করে পুলিশ। 

প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। তাদের ধারণা ঘটনাটি রবিবার রাতে ঘটেছে। ইতোমধ্যেই এই ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা করা হয়েছে।

অভিনব সিংয়ের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই আত্মহত্যা করেছেন অভিনব। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই র‍্যাপার। ইতোমধ্যেই ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তার ওডিশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃত্যুর ঘটনায় ওডিশার লালবাগ থানায় অভিযোগ করেছেন অভিনবের পরিবার। তার বাবা বিজয় নন্দ সিং অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। তাদের দাবি অভিনব স্ত্রী এবং অন্যদের থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

উল্লেখ্য, ওডিশি র‍্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তাও ছিল অভিনব সিংয়ের। র‍্যাপ দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন তিনি। হিট গান ‘কটক অ্যান্থেম’ দিয়ে পরিচিতি পান এ র‌্যাপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here