ফ্ল্যাট থেকে ভারতীয় মারাঠি অভিনেতা ও নির্মাতা রবীন্দ্র মহাজানির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আট মাস ধরে পুনেতে ওই ফ্ল্যাট ভাড়া করে একা বসবাস করছিলেন তিনি। শুক্রবার সেখান থেকেই তার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবীন্দ্র মহাজানি বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গশমীর মহাজানির বাবা তিনি।
পুলিশে ধারণা, তিন দিন আগেই মারা গেছেন রবীন্দ্র মহাজানি। মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রবীন্দ্র মহাজানি মারাঠি সিনেদুনিয়ার বিনোদ খান্না হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯৬৯ সালে উৎপল দত্ত, অমিতাভ বচ্চন অভিনীত ‘সাত হিন্দুস্তানি’ ছবির সুবাদেই অভিনয়ে হাতেখড়ি হয় তার। ৫০ বছরের ফিল্মি কেরিয়ারে বেশ কিছু কাজে নজর কেড়েছেন তিনি। তার ছেলে গশমীর মহাজানিকে ‘ঝলক দিখলাজা’, ‘তেরে ইশক মে ঘায়েল’, ‘ধর্মবীর’, ‘ইমলি’ নামে একধিক টেলি সিরিজে দেখা গেছে।