ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

0

মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ২২ ডিসেম্বর লেকওয়ার্থ সিটিতে ক্রেজি ম্যারিয়ো রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

 তিনি বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছি। সময়ের বিবর্তনে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন আর সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে সকলকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারীগণকে বিপুল বিজয় দিতে হবে। এজন্য নিজ নিজ আত্মীয়-স্বজন ছাড়াও নিকট প্রতিবেশীদেরকে কেন্দ্রে গিয়ে ভোটদানে উৎসাহিত করতে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর প্রতি আহবান। 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ইকরামুল ইসলাম ভুঁইয়া এবং সংগঠনের সিনিয়র সদস্য বুলবুল চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি নাফিজ আহমেদ জুয়েল, কামাল ভুইয়া, এম রহমান জহির, রানা খান, শেখ বাবুল এবং ওসমান চৌধুরী অপু , ডেমোক্রেটিক পার্টির নেতা হাসান জাহাঙ্গীর, স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহাবুব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মাসুদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক, সদস্য এ, কে, এম তাজুল ইসলাম, নুর খান , আলী আক্কাস, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডলি আহমেদ, মিম খান, আয়েশা সিকদার, আবুল বাশার চৌধুরী প্রমুখ।

নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আসমা আক্তার রুবী, যুবনেতা সাইফুল ইসলাম, মন্জুরুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বাবুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here