ফ্লোরিডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চাঁদনীর মৃত্যু

0

কর্মস্থল সেন্ট ম্যারি হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে ১১ জুন সন্ধ্যা ৭টায় বাসায় ফেরার সময় দ্রুতগামি আরেকটি গাড়ির ধাক্কায় অকুস্থলেই মারা গেছেন বাংলাদেশি আমেরিকান খুশনূর আলম চাঁদনী (৩২)।

ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ এলাকায় মহাসড়ক আই-৯৫ এ মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকসহ ৫ প্যাসেঞ্জারের সকলেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানায়। 

সেখান থেকে টেলিফোনে এ সংবাদদাতাকে তিনি জানান, সন্ধ্যা ৬টার সময়েও টেক্সটে কথা হয়েছে মেয়ের সাথে। তার এক ঘণ্টা পরই আমাদের মায়া ত্যাগ করে চাঁদনী চলে গেছেন ঘাতকের গাড়ির ধাক্কায়। চাঁদনীর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার ওয়েস্ট পামবীচের একটি মসজিদে এবং সেখানেই দাফনের প্রস্তুতি চলছে বলেও জানালেন খুশবু। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here