ফ্লোটিলার দুটি নৌযানে ড্রোন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু, দাবি রিপোর্টে

0

তিউনিসিয়ায় নোঙর করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

গণমাধ্যমটি জানায়, বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে তারা এ তথ্য পেয়েছে। সিবিএসকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দুটি জাহাজে দাহ্য বস্তু ফেলে আগুন ধরিয়ে দেয়।

হামলার সময় জাহাজ দুটি তিউনিসিয়ার সিদি বউ সাঈদ উপকূলে নোঙর করা ছিল। ঘটনাটি ঘটে গত ৮ ও ৯ সেপ্টেম্বর, দুই দফায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়, হামলার লক্ষ্য ছিল পর্তুগিজ এবং ব্রিটিশ পতাকাবাহী দুটি ত্রাণবাহী জাহাজ।

উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধি অনুযায়ী, বেসামরিক অবকাঠামোর ওপর দাহ্য অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে ড্রোন হামলার বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি বেসামরিক নৌযান জব্দ করে এবং সেগুলোর প্রায় সব অধিকারকর্মীকে আটক করে। তথ্যসূত্র : আল-জাজিরা ও সিবিএস নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here