বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের ক্যারিয়ারে এসেছে একের পর এক ধাক্কা। তবে বর্তমানে একের পর এক ছবি ফ্লপ হওয়ায় অর্থনৈতিক সংকটে পড়েছেন বলে শোনা যাচ্ছে বলি পাড়ায়। সম্প্রতি তিনি মুম্বাইয়ের বোরিভালিতে অবস্থিত তার বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওবেরয় রিয়ালিটি সংস্থার নির্মিত স্কাই সিটিতে অবস্থিত এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি অক্ষয় প্রায় আড়াই কোটি টাকায় কিনেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি এটি ৪.২৫ কোটি টাকায় বিক্রি করেছেন।
অক্ষয় কুমারের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বলিউডের সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার অভিনীত ছবিগুলো বক্স অফিসে ব্যর্থ হচ্ছে। ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিগুলো বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তার আর্থিক অবস্থার উপর প্রভাব পড়েছে বলে অনুমান করা হচ্ছে।
তবে এই বাড়িটি ছাড়াও অক্ষয় কুমারের মুম্বাইয়ের জুহুতে সমুদ্রের পাশে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও তিনি গোয়াতে একটি পর্তুগিজ স্টাইলের ভিলা এবং কানাডায় বিপুল পরিমাণ সম্পত্তির মালিক বলে জানা গেছে।
তবে অক্ষয়ের এই বাড়ি বিক্রির বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন, বলিউডের এই সুপারস্টারের আর্থিক সংকটের কারণেই তাকে এই পদক্ষেপ নিতে হয়েছে। তবে এই বিষয়ে অক্ষয় কুমার বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।