ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড বসছে দুবাইয়ে

0

আগামী ডিসেম্বর আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩। গত শুক্রবার রাতে দুবাইয়ের এক স্থানীয় হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রেন্ডস ভিউ’র চেয়ারম্যান রবি চৌধুরী।

তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড।

তিনি জানান, এ পুরস্কারের জন্য দেশের শিল্পীদের পাশাপাশি প্রবাসের রেমিট্যান্স যোদ্ধাদের ও ‘প্রতিভাসম্পন্ন’ শিল্পীদের মনোনীত করা হবে। মোট ৩৪-এর অধিক ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড দুবাইয়ের নির্বাহী প্রধান শিবলী আল-সাদিক, বাংলাদেশ কমিউনিটি নেতা এয়াকুব সৈনিক ও প্রবাসের গণমাধ্যমকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here