‘ফ্রি ট্রান্সফারে’ স্ক্রিনিয়ারকে দলে ভেড়াল পিএসজি

0

নতুন কোচ নিয়োগের পরদিন চলতি দলবদলে প্রথম খেলোয়াড় দলে টানল পিএসজি। স্লোভাকিয়ার ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারকে ‘ফ্রি ট্রান্সফারে’ দলে যোগ করল ফরাসি চ্যাম্পিয়নরা। লিগ ওয়ানের দলটি এক বিবৃতিতে ২৮ বছর বয়সী স্ক্রিনিয়ারকে দলে টানার কথা জানায়। চুক্তি হয়েছে পাঁচ বছরের। 

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেন স্ক্রিনিয়ার। দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ গত মাসে। মাঝের এই সময়ে ইন্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪৬ ম্যাচে খেলেছেন তিনি। গত জানুয়ারিতেই স্ক্রিনিয়ারকে দলে টানতে চেয়েছিল পিএসজি। কিন্তু ইন্টারের সঙ্গে সে সময় আর্থিক বিষয়ে বনিবনা হয়নি তাদের। এবার ‘ফ্রি ট্রান্সফার’ এই ডিফেন্ডারকে পেয়ে গেল দলটি। 

স্লোভাকিয়ার জার্সিতে ৬০ ম্যাচ খেলা স্ক্রিনিয়ারকে দলে যোগ করার আগের দিন নতুন কোচ হিসেবে লুইস এনরিকেকে নিয়োগ দেয় পিএসজি। ক্রিস্তফ গালতিয়েরের স্থলাভিষিক্ত হন স্পেন ও বার্সেলোনার সাবেক এই কোচ।  গত মৌসুম শেষে পিএসজি ছাড়েন ডিফেন্ডার সের্হিও রামোস। তার ঘাটতি পূরণে স্ক্রিনিয়ারকে দলে ভেড়াল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here