২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। চেলসির হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করে প্রথমবার ফ্রান্স দলে জায়গা করে নিয়েছেন ২২ বছর বয়সী সেন্টার-ব্যাক ভেসলে ফোফানা। দলে নতুন মুখ আছেন আরও দুজন- নিসের মিডফিল্ডার কিফহেন থুরাম ও লসের গোলরক্ষক ব্রিস সাম্বা।
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে কিফহেন থুরাম। তার ভাই মার্কাস থুরামও আছেন দলে, যিনি খেলেছেন কাতার বিশ্বকাপে।
আসছে দুই ম্যাচের দল ঘোষণার পর দেশম জানান, নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
আগামী ২৪ মার্চ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো বাছাই শুরু করবে ফ্রান্স। এরপর ২৭ মার্চ তারা খেলবে আয়ারল্যান্ডের মাঠে।