ফ্রান্সে সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। ক্লাবটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে প্যারিসের অদূরে ক্যাথসিমার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুপারস্টার ক্রিকেটার মো. আশরাফুল।
সাংবাদিক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় ও সালেহ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী শাহ আলম,স্তা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর ও অফিওরা সভাপতি কৌশিক খান রাব্বানী, লিগ্যাল এইড এর প্রেসিডেন্ট এম এ আজাদ, বাংলা বিডি ফার্নিচারের পরিচালক সেলিম রেজা, ব্যবসায়ী আব্দুল বাসিত, সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের টিম ম্যানেজার কবির আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মোহাম্মদ আশরাফুল তার বক্তব্যে বলেন, এমন আয়োজন প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি প্রবাসে শত সীমাবদ্ধতার মধ্যেও খেলাধুলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ।