ফ্রান্সের আলপাইন শহরে ছুরিকাঘাতে ৪ শিশুসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
জানা গেছে, এক অস্ত্রধারী ব্যক্তি ছুরি নিয়ে শিশুদের একটি দলের ওপর হামলা চালায়। এই শিশুরা লেকের কাছের একটি পার্কে খেলছিল। যাদের অধিকাংশেরই বয়স তিন বছরের কাছাকাছি। সকাল পৌনে দশটার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।