ফ্রান্সে প্রবাসীদের উপস্থিতিতে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) আয়োজিত ইফতার মাহফিল ও পারিবারিক সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিসের উপকণ্ঠে ওভারভিলিয়ে শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সামাজিক-সাংস্কৃতিক এবং কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী, প্রবাসী পরিবারসহ বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখরে পরিণত হয়। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বিসিএফ সভাপতি এমডি নূর এবং সহসভাপতি মোজাম্মেল হোসেন।
আরও উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ব্যক্তিত্ব অধ্যাপক অপু আল, লুৎফুর রহমান বাবু, ফেরদৌস করিম আখঞ্জী, এমসি রোমেল, মোসাদ্দেক হোসেন সাইফুল, বদরুল বিন আফরুজ, ফ্রান্সের মূলধারার সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্ল্যাহ, বাংলাদেশি বংশোদ্ভূত উকিল এমরান চৌধুরী, মানবাধিকার কর্মী শাহনুর ইসলাম সৈকত, ব্যাংকার ইফতিশাম চৌধুরী, ফ্রান্সের জাতিকে কোম্পানিতে কর্মরত ডক্টর ফরিদ মিয়া, ইউরোশিয়ামাটের প্রেসিডেন্ট ডক্টর শামীম আহমেদ, ডাক্তার হাবিবা জেসমিন, বাংলাদেশ কালচারাল ফোরামের শাহ আলম মায়া, সংগীত শিল্পী ইমিয়াজ, সোমাদাস, সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান লিগ্যাল এইডের আজাদ মিয়া, এইড পয়েন্টের ফয়সাল মাহমুদ, আইসা প্রতিনিধি শাহ পরানসহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে দেশ ও প্রবাসীদের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।