ফ্রান্সে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’

0

শিল্প সাহিত্যের দেশ ফ্রান্সে প্রদর্শিত হচ্ছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ছবিটি প্যারিসের দর্শকদের জন্য পরিবেশন করছে দেশি এন্টারটেইনমেন্ট প্যারিস।

রাজধানীর প্যারিসসহ ফ্রান্সের আরও দুই শহর অ্যামিন ও তুলুজে একযোগে বুধবার থেকে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ‘প্রিয়তমা’সিনেমা ফ্রান্স প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রথম দিনে প্যারিসের ‘পাতে দ্য লা ভিলেত’ এবং ‘গ্যঁমো সাঁ দনি’ সিনেমা হলে   সব কয়টি হাউজফুল শো হয়েছে বলে হল সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
দেশি এন্টারটেইনমেন্ট প্যারিস প্রতিষ্ঠানটির মুখপাত্র রাব্বানী খান বলেন, ‘আমরা সিনেমার বাণিজ্যিক স্বার্থের চেয়ে শৈল্পিক মানের বিচারে সিনেমা পরিবেশন করে থাকি। বিশ্ব সিনেমার বাজারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সামর্থ্য রাখে আজকের প্রিয়তমা।’
 
নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও আরশাদ আদনান প্রযোজিত রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here