ফ্রান্সে দুই ট্রামের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

0

ফ্রান্সের গ্র্যান্ড এস্ট অঞ্চলের রাজধানী স্ত্রাসবুরে দুটি ট্রামের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (১১ জানুয়ারি) স্ত্রাসবুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। 

একটি চলন্ত ট্রাম হঠাৎ করে ট্র্যাক পরিবর্তন করে স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর ট্রামে ধাক্কা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ট্রামের দরজা ভেঙে ভেতরে আটকে পড়াদের সাহায্য করছেন।

সংঘর্ষের পরপরই উদ্ধার কাজ শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাম দুটির সমস্ত যাত্রী নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে, দুর্ঘটনার পর ওই অঞ্চলে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে এবং তদন্ত চলছে, যাতে জানা যায় যে সংকেত ব্যবস্থায় ত্রুটি অথবা কারিগরি সমস্যা এই দুর্ঘটনার কারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here