ফ্রান্সে উদযাপিত হল পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার-ইস্তায় পাঁচটি জামাত, ওভারভিলিয়ের বাংলাদেশ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি জামাত, গ্রান্ড মস্ক দ্যু পন্তায় দুইটি জামাত এবং জাতীয় মসজিদ গ্রান্ডমস্ক দ্যু প্যারিসে সকাল ৮.০০ ও ৮.৪৫ মিনিটে দুই টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে স্থানীয় মসজিদগুলোতে জড়ো হন বিভিন্ন দেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ সকল দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের জামাতে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক, গ্লাভস পরে নামাজ আদায় করত দেখা যায়।