ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আগামী সপ্তাহে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে আতিথ্য দেবে বার্সেলোনা। তবে ২০২২ সালের বিব্রতকর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ক্লাব এবার কড়া ব্যবস্থা নিয়েছে। ম্যাচের টিকিট বিক্রি করা হবে শুধুই ক্লাবের সদস্যদের কাছে।
২০২২ সালের এপ্রিলে ইউয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেদিন স্পটিফাই কাম্প ন্যুর গ্যালারি রীতিমতো প্রতিপক্ষের সাদা জার্সিতে ঢেকে গিয়েছিল।
জার্মান ক্লাবটির সীমিত বরাদ্দ থাকা সত্ত্বেও নানা পথে প্রায় ৩০ হাজার ফ্রাঙ্কফুর্ট সমর্থক গ্যালারিতে ঢুকে পড়েন। নিজের মাঠ হলেও তাই বার্সেলোনার জন্য পরিবেশটা হয়ে গিয়েছিল অতিথি দলের পক্ষে। সেই ম্যাচ হেরে বাদ পড়ে বার্সা।
পরে জানা যায়, বার্সেলোনার সমর্থক হিসেবে টিকেট কিনে অনেকেই সেগুলো বিক্রি করে দিয়েছিলেন ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের কাছে। যা নিয়ে প্রচুর টিপ্পনী শুনতে হয় কাতালান ক্লাবটির। এবার সেই কেলেঙ্কারি আর ঘটতে দিতে না চান ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ২০২২ সালের মতো ঘটনা এড়াতেই সদস্য ছাড়া অন্য কারও কাছে টিকিট বিক্রি করা হবে না।
ক্লাবটি জানিয়েছে “এই সিদ্ধান্তের মাধ্যমে সদস্যদের পূর্ণ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা ক্লাবের মূল শক্তি। আর কাম্প ন্যু থাকবে শুধুই বার্সা সমর্থকদের উচ্ছ্বাসে ভরা।”
ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা অতীতের অভিজ্ঞতার প্রতি ইঙ্গিত করে বলেন, “২০২২ সালের তেতো অনুভূতি আর পেতে চাই না। পুরো স্টেডিয়াম যখন প্রতিপক্ষের জার্সিতে ভরপুর থাকে- এটা এক ভয়ংকর স্মৃতি।”
দুই বছর ধরে পুনর্নির্মাণ কাজের জন্য বার্সা নিজেদের পুরোনো মাঠ থেকে দূরে ছিল। এবার নভেম্বরে সীমিত সক্ষমতায় (৪৫ হাজার দর্শক) কাম্প ন্যুতে ফিরেছে দল, তিনটি লিগ ম্যাচও খেলেছে সেখানে। তবে চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম কাম্প ন্যুতে ফিরছে তারা।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটি বার্সার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত হান্সি ফ্লিকের দল পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৮ নম্বরে- শীর্ষ আটে থেকে শেষ ষোলো নিশ্চিত করতে তাই জয়ের বিকল্প নেই।

