ফ্রাঙ্কফুর্টে শহীদ ওসমান হাদী স্মরণে প্রতিবাদ সভা

0
ফ্রাঙ্কফুর্টে শহীদ ওসমান হাদী স্মরণে প্রতিবাদ সভা

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এবং পতিত আওয়ামী লীগের কথিত ফ্যাসিবাদী সহিংসতার প্রতিবাদে জার্মানিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টের সোয়ার্চার লেন ভেগেতে আয়োজিত এই প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়ে কথা বলেছেন। এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here