ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল

0
ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল

বিগত কয়েক সপ্তাহের দুঃসময় কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরুতে পিছিয়ে পড়েও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অলরেডরা।

বুধবার জার্মান ক্লাবটির মাঠে ৫-১ গোলে জিতেছে আর্না স্লটের দল।

ম্যাচের শুরুতে অবশ্য গোলটি করেছিল ফ্রাঙ্কফুর্ট। ২৬তম মিনিটে মারিও গোটসের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন গাসমুস ক্রিস্টেনসেন। বল দূরের পোস্টে লেগে বল জালে জড়ায়।

৩৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সমতায় ফেরে লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের বাড়ানো থ্রু বল নিয়ে গতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করেন একিটিকে।

এর চার মিনিট পর কোডি হাকপোর কর্নারে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যান ডাইক। ৪৪তম মিনিটে আরেকটি কর্নার পায় স্বাগতিকরা এবং তা থেকেই হেডে ব্যবধান বাড়ান ইব্রাহিমা কোনাতে।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে লিভারপুল। ৬৬তম মিনিটে ভিয়েৎসের পাস ধরে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হাকপো। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলের পঞ্চম গোলটি করেন সোবোসলাই।

এই জয়ে পর তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠেছে লিভারপুল। তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। তাদের সমান পয়েন্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদেরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here