ফ্রন্টলাইনের অবস্থা খুবই কঠিন : ইউক্রেনের নবনিযুক্ত সেনাপ্রধান

0

ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান বলেছেন, ফ্রন্ট লাইনের পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’। সেনাবাহিনীর জন্য অতি প্রয়োজনীয় মার্কিন সামরিক সহায়তায় বিলম্ব কিয়েভের সৈন্যরা কতক্ষণ লাইন ধরে রাখতে পারবে তার উপর ছায়া ফেলেছে। 

খবর অনুসারে, দুই দেশের ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) ফ্রন্ট লাইন এক বছরেরও বেশি সময় ধরে সামান্যই সরেছে। গত বছরের ব্যর্থ পাল্টা আক্রমণের পরে কিয়েভের বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থায় ফিরে গেছে। সামরিক নেতারা স্বীকার করেছেন, রাশিয়া জনশক্তির সুবিধায় (সংখ্যার বিচারে সেনা সদস্য) বেশি রয়েছে। 

বুধবার কমান্ডার-ইন-চিফ ওলেকজান্ডার সিরস্কি বলেন, রুশ দখলদাররা তাদের প্রচেষ্টা বৃদ্ধি অব্যাহত রেখেছে এবং সৈন্যদের সংখ্যাগত দিক থেকে তারা সুবিধা রয়েছে।

গত সপ্তাহে ইউক্রেনের জনপ্রিয় সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির স্থলাভিষিক্ত হওয়ার পর সিরস্কি এই প্রথম ফ্রন্ট লাইনে সফর করলেন। প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভও সিরস্কির সঙ্গে সেনাদের সঙ্গে দেখা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here