ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্টের বিজয়ীরা পুরস্কৃত

0

সম্প্রতি ফ্যানফেয়ারের স্টুডিওতে মেগা ভিডিও কন্টেস্ট ”অনর প্রেজেন্টস ফোন মেনিয়া”- এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এ এফ আর টেকনোলজির টেক রিভিউয়ার হিমেল আহমেদ।

‘অনর প্রেজেন্টস ফোন মেনিয়া’ মেগা কন্টেস্টে কয়েক হাজার ভিডিও পাঠিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা। টেক ব্লগার থেকে শুরু করে প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটররাই অংশগ্রহণ করেন এই মেগা কন্টেস্টে। সেখান থেকে বাছাই করে সেরা ৫ জন বিজয়ী স্মার্টফোন, স্মাটওয়াচ, এয়ারবাডসহ আকর্ষনীয় সব পুরস্কার জিতে নেন। পুরস্কার পেয়ে বিজয়ীরা ছিলেন আনন্দিত আর উচ্ছ্বসিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here