‘ফোর্স’ সিনেমায় নতুন চমক বলিউডের রাহুল

0

বাংলাদেশি নির্মাতা আসিফ ইকবাল জুয়েলের ‘ফোর্স’ সিনেমায় যুক্ত হয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেতা রাহুল দেব। এই সিনেমায় পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদকে নায়িকার চরিত্রে নিয়েছেন নির্মাতা।

রাহুল দেব ফোর্স সিনেমায় খল চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জুয়েল। জুয়েল বলেছেন, সিনেমার নেতিবাচক চরিত্রের জন্য অনেকদিন ধরে এমন একজনের খোঁজ তিনি করছিলেন যে, যার অংশগ্রহণে গল্পের চরিত্রটি পূর্ণতা পাবে। রাহুলের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, তিনি সিনেমায় যুক্ত হয়েছেন। এপ্রিলে তাকে নিয়ে শুটিং শুরু হবে।”

গেল বছরের নভেম্বরে মুক্তি পাওয়া অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় দেখা গেছে রাহুল দেবকে। সেখানে একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অ্যাকশনধর্মী ‘ফোর্স’ সিনেমায় প্রি প্রোডাকশনের কাজ চলছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমায় বাংলাদেশের অভিনয়শিল্পীও রয়েছে। চরিত্র অনুযায়ী একে একে তাদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

জুয়েল বলেছেন, তিনি চিত্রনাট্য সাজিয়েছেন একটি পরিবারের প্রতিশোধের গল্প নিয়ে। পরিবার হারানোর কষ্ট মানুষকে কতটা প্রতিশোধপরায়ণ করে তুলতে পারে তা দেখা যাবে এই সিনেমায়। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের গল্প ও রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে আসবে ‘ফোর্সে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here