পরীর ব্যস্ততা এখন শুধু তার একমাত্র পুত্র রাজ্যকে নিয়ে। আর সে কারণে আপাতত অভিনয় থেকে দূরে আছেন তিনি। অনেকেই মাঝেমধ্যে অভিযোগ করেন, এই নায়িকাকে ফোনে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, তার উত্তর দিয়েছেন পরীমণি।
এই নায়িকার ভাষ্য, ‘আমি আমার সঙ্গে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে।’