ফেসবুকে সিকান্দার রাজার পোস্ট, ‘আমার বন্ধু তাসকিন’

0

সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলা শেষ করে দীর্ঘ বিরতিতে আছেন তাসকিন আহমেদ। এই সুযোগে তিনি জিম-আফ্রো টি-টেন লিগ খেলতে জিম্বাবুয়ে গেছেন। মাঠে নামবেন বুলাওয়ে ব্রেভসের হয়ে।

একই দলে খেলবেন জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজাও। নিজের দেশে তাসকিনকে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছেন তিনি। পরিচয় করিয়ে দিয়েছেন ‘বন্ধু’ বলে।

সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, যারা জানতে চাচ্ছেন তাসকিন আহমেদ কোথায়, তাদের বলছি, এই যে সে।

এরপর ‘বাংলিশ’ ভাষায় লিখেন, ‘আমার বন্ধু তাসকিন।’

বৃহস্পতিবার টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আর ২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে জিম্বাবুয়ের এই আসরের। সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে। মোট ৫টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here