ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

0

কুষ্টিয়ার কুমারখালীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুকে পদত্যাগপত্রটি পোষ্ট করেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেন বলে জানান।

ওই নেতার নাম মো. রাসেল হোসেন আরজু। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়নের গোট্টিয়া গ্রামের মো. ইব্রাহীমম আলীর ছেলে। তার বাবা একজন সাবেক কৃষক লীগ নেতা।

জানতে চাইলে মুঠোফোনে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল হোসেন আরজু জানান, দুপুরে জেলা কমিটির সাধারণ সম্পাদকের হাতে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। তিনি পারিবারিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। কিন্তু সুনির্দিষ্ট কারণ বলতে চাননি তিনি। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিবারের একজন সদস্য পদত্যাগ প্রসঙ্গে জানান, আরজুর বাবা একটি মিথ্যা মামলায় প্রায় এক যুগ জেলে রয়েছেন। ২০২১ সালে র‍্যাব আরজুকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা অস্ত্র ও জাল টাকা তৈরির মামলা দিয়েছে। কিন্তু দল থেকে তারা কোনো সহযোগীতা পায়নি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভূট্টো ব্যক্তিগত কারণে ভারতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে পদত্যাগপত্রটি গ্রহণের বিষয় অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকি বলেন, আরজু তার কাছে এসেছিলেন। সামনের সম্মেলন নিয়ে তার সাথে কথা হয়েছে। কিন্তু পদত্যাগ নিয়ে কোনো কথা হয়নি। তিনি কোনো পদত্যাগপত্র পাননি।

ফেসবুকে পদত্যাগপত্র প্রচারের বিষয় জানতে চাইলে মানব চাকি বলেন, তিনি খুব একটা ফেসবুক চালান না, ফেসবুক বিশ্বাসও করেন না। যদি ফেসবুকে থেকে থাকে, তাহলে ব্যক্তিগত চাওয়া-পাওয়া ও আবেগ থেকে তিনি পদত্যাগ করতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here