ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পেতে চাইলে

0

ফেসবুক স্টোরি এক ধরনের সাময়িক পোস্ট। এ ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এ ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়। এ আর্কাইভ থেকে আপনার স্টোরি আবার স্টোরি হিসেবে পোস্ট করতে পারেন বা নিজের ডিভাইসে সেভ করে রাখতে পারেন। এখন আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাওয়ার পদ্ধতি বেশ সহজ।

ফেসবুকে আর্কাইভ হওয়া ছবি খুঁজে পাবেন যেভাবে

১. ফেসবুক চালু করুন। ২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল আইকনে (তিন ডট আইকোন) ট্যাপ করুন।

৩. এরপর ওপরের সার্চ বাটনের পাশে থাকা সেটিংস (গিয়ার) আইকোনে ট্যাপ করুন।

৪. এখন নিচের স্ক্রল করুন এবং ‘অ্যাকটিভি লগ’ অপশন খুঁজে বের করুন।

৫. এ অপশনের ওপর ট্যাপ করুন।

৬. এবার ওপরের দিকে থাকা ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।

৭. এই পেজে ‘স্টোরি আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন। ৮. এখন সব স্টোরি দেখা যাবে।

স্টোরি ফোনের গ্যালারিতে সেভ করতে যে কোনো স্টোরিতে ট্যাপ করুন। এরপর তিন ডট আইকোনে ট্যাপ করুন। এরপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। আবার স্টোরি শেয়ার করতে যে কোনো স্টোরিতে ট্যাপ করুন। এরপর নিচের দিকে থাকা ‘শেয়ার স্টোরি’তে ট্যাপ করুন। এখন ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here