ফের হারল বায়ার্ন, শিরোপার আরও কাছে লেভারকুজেন

0

বায়ার্ন মিউনিখ পারল না একটি গোলও করতে। হেরে গেল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (৩০ মার্চ) ডর্টমুন্ডের বিপক্ষে বুন্ডেসলিগার ম্যাচটি ২-০ গোলে হেরেছে বায়ার্ন। টমাস টুখেলের দলের এই পরাজয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল বায়ার লেভারকুজেন।

ম্যাচের দশম মিনিটে দারুণ নৈপুণ্যে ডর্টমুন্ডকে এগিয়ে নেন তরুণ জার্মান ফরোয়ার্ড কারিম আদেইয়েমি। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে দারুণ কয়েকটি সুযোগ তৈরি করে সফরকারীরা। তবে দুর্দান্ত সব সেভ করে দলকে লড়াইয়ে রাখেন বায়ার্নের মূল গোলরক্ষক মানুয়েল নয়ারের চোটে সুযোগ পাওয়া সভেন উলরিখ। কিন্তু ৮৩তম মিনিটে আর পারেননি দলকে বাঁচাতে, জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়ের ডিফেন্ডার ইউলিয়ান।

প্রথমবারের মতো বুন্ডেসলিগা জয়ের পথে থাকা লেভারকুজেন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচ ধরে অপরাজিত আছে। ২৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে শাবি আলোন্সোর দল। তাদের চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে গত ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্টুটগার্ট, ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে ডর্টমুন্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here