ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বলেছেন, হামাসের বিরুদ্ধে লড়াই সাময়িকভাবে বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। তিনি আরও বলেন, ইসরায়েল গাজায় জ্বালানি প্রবেশ করতে দেবে না।
নেতানিয়াহু এর আগেও গাজায় কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন।
ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বলেন, আমরা বিজয় না হওয়া পর্যন্ত থামব না। তিনি বলেন, এর অর্থ হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের প্রত্যাবর্তন এবং আমাদের নাগরিক ও শিশুদের নিরাপত্তা পুনরুদ্ধার করা।
তিনি ইসরায়েলের সৈন্যদের ‘সাহসী’ সম্বোধন করে বলেন, স্থল ও বিমান বাহিনীর মধ্যে নিবিড় সহযোগিতায় তারা গাজায় ‘সার্বক্ষণিক’ হামাস যোদ্ধাদের হত্যা করছে।