ফের রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেন

0

আসন্ন বসন্তে (ইউক্রেনে মার্চ মাসে শুরু হবে) আরও একবার রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে নামবে ইউক্রেনীয় বাহিনী। দেশটির সামরিক গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ টেলিগ্রাফকে এ তথ্য জানিয়েছেন।

 তবে গত গ্রীষ্মের ব্যর্থ পাল্টা আক্রমণের পর কিয়েভ কীভাবে অস্ত্র সংগ্রহ করবে বা তার ক্ষতি পোষানোর জন্য প্রয়োজনীয় ৫ লাখ সেনা সংগ্রহ করবে তা এখনও স্পষ্ট নয়।

তিনি বলেন, আমরা একটা পদক্ষেপ নিই, শত্রু একটা পদক্ষেপ নেয়। এখন শত্রুর পালা। এটা শেষ হবে, তারপর আমাদের কাজ শুরু হবে।

ইউক্রেন সর্বশেষ জুনে  পাল্টা আক্রমণ শুরু করেছিল। গত বছরের অক্টোবরের কাছাকাছি পর্যন্ত এই আক্রমণ স্থায়ী হয়েছিল। ইউক্রেনীয় বাহিনী খেরসন, জাপোজিঝিয়া এবং দোনেৎস্ক অঞ্চল জুড়ে একাধিক পয়েন্টে রাশিয়ার প্রতিরক্ষামূলক লাইনে প্রবেশের চেষ্টা করেছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, পাল্টা আক্রমণে উল্লেখযোগ্য কোনো আঞ্চলিক অর্জনে ব্যর্থ হয় ইউক্রেন এবং প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here