প্রথম ম্যাচের মতো এবারও শুরুতে আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। নিজের করা দ্বিতীয় ওভারে উইল ইয়াংকে আউট করলেন তিনি। বল ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। ৮ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ইয়াং।
পরে নিজের করা চতুর্থ ওভারে এসে নিলেন আরও এক উইকেট। মুস্তাফিজের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। কানায় লেগে ওঠা ক্যাচটি ঝাঁপিয়ে উঠে ধরেছেন স্লিপে থাকা সৌম্য।
পর পর তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে তিন উইকেট হারিয়ে ৩৬ রান করেছে কিউইরা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন।