ফের বিপাকে ট্রাম্প, আরও এক মামলায় টানা ৭ ঘণ্টা জেরা

0

এবার আরও এক মামলায় টানা সাত ঘণ্টা জেরার মুখে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্নতারকাকে ঘুষ দেওয়ার মামলায় কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি। এবার নতুন অভিযোগের জেরে বিপাকে পড়েছেন ট্রাম্প। তিনি ও তার সংস্থার বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছেন লেটিসিয়া জেমস নামে এক আইনজীবী। খবর আলজাজিরাএপির।

ওই আইনজীবীর অভিযোগ, নিজের সম্পত্তি সংক্রান্ত ভুল তথ্য দিয়ে ব্যাংকগুলোকে বিভ্রান্ত করেছেন ট্রাম্প। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লেটিসিয়া নামে ওই আইনজীবী। গোটা ট্রাম্প পরিবারকে ‘অভূতপূর্ব জালিয়াত’ আখ্যা দিয়ে তার দাবি, মার্কিন ব্যাংকগুলোকে ভুল তথ্য দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তার মালিকানাধীন হোটেল, গলফ কোর্সের মূল্য অনেক বেশি বলে দাবি করেছিলেন। এমন আচরণের কারণে ব্যাংকগুলো বিভ্রান্ত হয়েছে। ট্রাম্পের এই কাজের জন্য ২৫০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণও দাবি করেছেন লেটিসিয়া। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here