একাধারে মডেল, উপস্থাপক ও অভিনেত্রী জাহারা মিতু। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ততা তার। তবে ব্যাটে-বলে মিলে গেলে মাঝে মধ্যে তাকে দেখা যায় বিজ্ঞাপনেও। এরই ধারাবাহিকতায় এবার নতুন একটি পণ্যের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন পিয়াল হোসেন।
বিজ্ঞাপনে কাজ করা নিয়ে জাহারা মিতু জানান, অনেক দিন বাদে ফের বিজ্ঞাপনে কাজ করা হলো। পিয়াল হোসেনের নির্মাণে বঙ্গজ ঘি বিস্কুটের মডেল হয়েছি। গতকাল শনিবার বিজ্ঞাপন চিত্রটির শুটিং শেষ হয়েছে। যা দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হবে। একইসঙ্গে বিলবোর্ড আকারে প্রচারের জন্য এদিন ফটোশুটও হয়েছে।